আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে ইসলামী আন্দোলনের প্রার্থী

‘জামায়াতের সাথে আমাদের আদর্শগত মিল নেই’

সিলেট ব্যুরো

‘জামায়াতের সাথে আমাদের আদর্শগত মিল নেই’
ছবি: আমার দেশ।

‘জামায়াতের সাথে আদর্শগত মিল না থাকায় জোটগতভাবে আমরা নির্বাচন করিনি; তাই আমরা ইসলামি আদর্শকে ধারণ করে আলাদাভাবে দলীয় প্রতীকে নির্বাচন করছি’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

সোমবার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রার্থী পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সিলেটে বসবাসরত প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও দখলদারদের টার্গেটে পরিণত হয়েছে। নির্বাচিত হলে এসব সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ব্যাবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করে চাঁদাবাজিমুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। একইসাথে তিনি সিলেটকে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য ‘মডেল নগর’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, সিলেটে বসবাসরত মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মালম্বীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটি ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দীর্ঘদিন ধরে অবহেলা ও অবমূল্যায়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন