রাজবাড়ী জেলা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী সদর থানার সাজ্জাত হোসাইন (২১), পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), জনি শেখ (২৬), তৌফিক আহম্মেদ তাহিম (১৬) ও মো. মুনজিল শেখ (১৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ রোববার আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তার কয়েকজন অনুসারী আদালত চত্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তার মুক্তির দাবি জানান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আদালত চত্বরে কিছু যুবক স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

