আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নতুন কর্মসূচি ঘোষণায় যা আছে

স্টাফ রিপোর্টার
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নতুন কর্মসূচি ঘোষণায় যা আছে

জাতীয়তাবাদী যুবদলের আগামী ২৭ অক্টোবরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

বিজ্ঞাপন

যুবদল জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যালয় নয়পল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করা হবে। একই সঙ্গে বিকেলে সারা দেশের জেলা ও মহানগরে বণ্যার্ঢ্য র‍্যালি করা হবে। এর পরের দিন ২৮ অক্টোবর সারা দেশের সকল উপজেলা ও থানায় র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদল, বিএনপির যুব অঙ্গসংগঠন, এ সংগঠনের প্রতিষ্ঠা ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন তিনি কেবল একটি সংগঠন তৈরি করেননি বরং একটি নতুন আশা, একটি নতুন তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোর দিকে নিয়ে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংগঠন প্রতিষ্ঠা ছিল বাংলাদেশের যুবসমাজকে একটা স্বপ্নের সংগঠনের ছায়াতলে আনার একটি চমৎকার প্রয়াস। জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এ সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন