আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারণ দর্শানোর জবাবে যা যা বললেন ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার
কারণ দর্শানোর জবাবে যা যা বললেন ফজলুর রহমান
ফাইল ছবি

কারণ দর্শানোর জবাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। এছাড়াও তিনি বলেন, তবে জামায়াতে ইসলামের নাম উল্লেখ করে রাজনৈতিকভাবে ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে চিরদিন কথা বলে যাবো।

মঙ্গলবার বিকালে ফজলুর রহমান তার বাহকের মাধ্যমে দলটির রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে নোটিশের জবাবটি দেন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফজলুর রহমান আমার দেশকে বলেন, নোটিশের জবাব দেওয়ার সময় ছিল আজ (মঙ্গলবার) বিকাল ৪টার মধ্যে। এর আগেই বিকাল সাড়ে ৩টার মধ্যে জবাব দিয়েছি।

তবে নোটিশের জবাবে কী বলেছেন, তা বলতে চাননি তিনি।

তবে একটি সূত্র জানিয়েছে, ফজলুর রহমান তার জবাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ অস্বীকার করেন।

1

তবে জামায়াতে ইসলামের নাম উল্লেখ করে রাজনৈতিকভাবে ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে চিরদিন কথা বলে বলে উল্লেখ করেন।

গত ২৪ আগস্ট রাত ৯টায় কারণ দর্শানো নোটিশ দেয় বিএনপি। এই নোটিশে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

2

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগ এনে এই নোটিশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হলেও ফজলুর রহমানের আবেদনের প্রেক্ষিতে নোটিশের জবাব দেওয়ার সময় আরও ২৪ ঘণ্টা বাড়ায় বিএনপি।

3

নোটিশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগটি অস্বীকার করেন ফজলুর রহমান। তিনি, অতন্ত দুঃখের সঙ্গে আমি এই অভিযোগটি অস্বীকার করে বলতে চাই, আমি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেই নাই, যা আমার স্বভাব ও চরিত্রের বিপরীতে। আমিই প্রথম ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদকে পুলিশ সরাসরি গুলি করে হত্যার করার বলেছিলাম, সে এই একুশ শতাব্দির প্রথম বীরশ্রেষ্ঠ। আমার বক্তব্যে জুলাই-আগস্ট শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছে।

4

এছাড়া তিনি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগও অস্বীকার করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি নাকি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলেছি, যা আমার ধর্ম বিশ্বাসের প্রতি অবিচার। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমি ইসলাম ধর্ম এবং আল্লাহ রাসুলে বিশ্বাসী ব্যক্তি। তবে রাজনৈতিকভাবে ধর্মব্যবসায়ীদের (যেমন জামায়াতে ইসলামী) বিরুদ্ধে চিরদিন কথা বলেছি, আগামীতেও বলব।

এছাড়া তিনি জবাবে দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে ১১টি বক্তব্য উপস্থাপন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন