আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অমানবিক রাষ্ট্র দেখতে চাই না, গড়তে চাই মানবিক বাংলাদেশ: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

অমানবিক রাষ্ট্র দেখতে চাই না, গড়তে চাই মানবিক বাংলাদেশ: আমিনুল হক

যশোরে কারাবন্দি ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মাহত ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, “আমরা বিগত সরকারের সমযয়ে দেখেছি, আমাদের অনেক ভাইয়ের বাবা-মা মারা গেলেও তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা আর সেই অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। আমি চাই, আমার বাংলাদেশ হবে এক মানবিক বাংলাদেশ।”

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারের চতুর্থ দিনে আজ সকালে পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, “যশোরের সেই ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে—সবার আগে মানুষ এবং সবার আগে আমার বাংলাদেশ।”

এদিন ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন আমিনুল হক। এ সময় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি দেন তিনি। আমিনুল হক বলেন, “আমার পরিকল্পনার এক নম্বরে রয়েছে এই অবহেলিত মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।”

এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ-ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এছাড়া অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রতিটি ঘরে বিনা মূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

এলাকায় মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, একটি সুশৃঙ্খল ও শান্তিময় পল্লবী-রূপনগর গড়তে তিনি কাজ করে যাচ্ছেন। গণসংযোগকালে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন