জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক: সালাহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৯: ৩৯
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৯: ৪১

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের তিনি অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। যারা এই ইতিহাসকে বিকৃত করতে চেয়েছেন, তারাই বরং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন।'

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর কাজলা ছনটেক-এর দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মো. জুম্মন চেয়ারম্যান, মো. মোফাজ্জল হোসেন ও আনোয়ার সরদার; ঢাকা-৫ নির্বাচনী কমিটির সদস্য সচিব সোহরাব আমির; ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিজান ভান্ডারী; এবং যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক কাওছারুল হক।

সভাপতির বক্তব্যে ইমরান আহমেদ রাসেল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। এ কারণে ফ্যাসিস্ট সরকার তাকে দীর্ঘদিন জেলখানায় বন্দি করে রেখেছিল।’

ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তির আগমন না ঘটে, সে জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত