আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

স্টাফ রিপোর্টার

জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সম্মানে ওই আসনে দলীয় প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত।

রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বিজ্ঞাপন

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘জোটে না থাকলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন, তার সম্মানে ওই আসনে আমরা দলীয় প্রার্থী দেব না। আমাদের যে প্রার্থী ওই আসনে মনোনয়ন জমা দিয়েছেন, তিনি তা প্রত্যাহার করে নেবেন।’

প্রসঙ্গত, ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...