নিবন্ধন ফেরত চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৩: ১৬

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন নিবন্ধন ফেরত এবং স্থানীয় সরকারের নির্বাচনের আগে করার দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

রোববার সিইসিসহ পুরো কমিশনের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাৎ করে দলটির পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়। ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আমির মাওলানা আবু জাফর কাসেমী। কমিশনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করে জানানো হয়, স্থানীয় সরকারের নির্বাচন মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা পাওয়া যাবে, তার আলোকে কমিশন কাজ করবে।

নিবন্ধন জটিলতা সম্পর্কে দলটির নথিপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত