আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার

ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন বীর। যারা তাকে শহীদ করেছে, তারা ভুল করেছে। কত বড় ভুল করেছে তারা হাদির জানাজা দেখে আশা করি বুঝতে পেরেছে।

তিনি বলেন, তাদের নূনত্যম জ্ঞান থাকা দরকার ছিল, জুলাই এবং আগস্টের যেই আদর্শিক ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেখানে একজন হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না। একজন জুলাই যোদ্ধাকে হত্যা করে দেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেওয়া যাবে মনে করলে তারা নিঃসন্দেহ বোকার স্বর্গে বাস করছে। যারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত তাদেরকে মৃত্যুর ভয় দেখানো যায় না, তারা মৃত্যুকে ভয় পায় না। জুলাই যোদ্ধা তরুণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না।

বিজ্ঞাপন

শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তারা শহীদ শরিফ ওসমান বিন হাদির জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য দেন।

তারা বলেন, হাদি চেয়েছেন সমাজ ও রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে। শহীদ হাদি ছিলেন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন বীর। তার বীরত্বে কাছে হেরে গেছে আধিপত্যবাদ আর আগ্রাসন গোষ্ঠী। তারা হাদিকে হত্যা করে নিজেদের ভয় ও পরাজয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের প্রত্যেককে শহীদ হতে হয়েছে। একইভাবে শহীদ শরিফ ওসমান বিন হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। যার ফলে আধিপদত্যবাদের দোসরদের হাতে তাকে শহীদ হতে হয়েছে। তবে মনে রাখতে হবে বিপ্লবীদের পরাজিত করা যায় না। হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য হাদির আবির্ভাব ঘটবে। স্বাধীন বাংলাদেশকে তরুণ প্রজন্ম আধিপাত্যবাদের কবল থেকে মুক্ত করবেই, করবে।

ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, শহীদ ওসমান বিন হাদি একটি নাম, একটি ইতিহাস। আগ্রাসন বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের এক প্রতিবাদী কণ্ঠসরের নাম হলো শহীদ শরীফ ওসমান বিন হাদি। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং টেন্ডারবাজদের বিরুদ্ধে এক সাহসী সেনা নায়কের নাম হাদি। তিনি ইনসাফের কথা বলতেন। তিনি দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার কথা বলতেন, তিনি সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখতেন।

ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী মাস্টার মিজানুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে যারা ঠাকুরগাঁও থেকে এমপি ও মন্ত্রী হয়েছিলেন তারা কেউ ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করেনি। তানাহলে আমাদের এই জেলা এতটা অবহেলিত থাকতোনা। আগামীদিনে আমরাই ঠাকুরগাঁওয়ের উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ইনসাফের জন্য লড়াই করতে হয়। কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় এবং কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। শহীদ ওসমান হাদি আজকে সারা বাংলাদেশের মানুষের প্রেরণার বাতিঘর।

তিনি প্রত্যেক তরুণ বিপ্লবী সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের সকলকে হাদি হতে হবে। আমাদেরকে আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ভূমিকা রাখতে হবে।

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামে ভাইস-চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারন সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইন প্রমুখ। সভা শেষে হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন