ফ্যাসিবাদীরা পরাজিত হলেও নিঃশেষিত হয়নি : ডা. মওদুদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১০

ফ্যাসিবাদীরা পরাজিত হলেও নিঃশেষিত হয়নি বরং গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ডা. মওদুদ হোসেন বলেন, আমরা কিন্তু ষড়যন্ত্রের মুখোমুখী আছি। গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে কিন্তু নিঃশেষিত হয়নি। তারা বিভিন্ন ছলে বলে উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে আমাদের সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযাত্রী ছিলেন, তারাও কখনো কখনো ফ্যাসিবাদীদের পৃষ্ঠপোষকতা দিয়ে ফেলছেন।

‘বিশুদ্ধ রাজনীতি জনগনের প্রত্যাশা’ উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র গণমাধ্যমকে কুক্ষিগত করার জন্য আমরা যদি ফ্যাসিবাদ পুনর্বাসিত করে দেই তাহলে ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের বলা হয় ওয়াচ ডগ। কিন্তু ফ্যাসিবাদী আমলে সাংবাদিকদের আমরা দেখেছি শেখ হাসিনার পোষা কুকুরে পরিণত হতে। সাংবাদিকতাকে তারা ধ্বংস করে দিয়েছে। নিরপরাধ মানুষ গুম-খুন-হত্যাকান্ডের শিকার হয়েছে আর দলবাজ সাংবাদিক ও গণমাধ্যমগুলো সেসবকে বৈধতা দিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএফইউজে সহকারী মহাসচিব ও আমার দেশ পত্রিকার চিফ রিপোর্ট ার বাছির জামাল বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে ও দক্ষতা বৃদ্ধিতে যারাই কাজ করবে আমরা তাদের স্বাগত জানাই। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। সুখ-শান্তি-অর্থনীতি ও আধিপত্যবিহীন এই পেশায় সাংবাদিকরা শুধুমাত্র দেশ-জাতি-রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যায়। সেটি অব্যাহত থাকুক।

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. মমিনুর রশীদ শাইনের সভাপতিত্বে পরিচিতি সভাটিতে এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতারা বক্তব্য রাখনে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত