• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> রাজনীতি

সাংবাদিকদের আমীর খসরু

গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৮: ০৫
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৮: ১৬
logo
গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৮: ০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটে তো আমরা রাজি আছি। সরকার তো সিদ্ধান্ত দিয়েছে। আর অপশনের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। এটা বিএনপি নেবে না। তিনি বলেন, দেশের যে কোনো সংকট— অর্থনৈতিক বা সাংবিধানিক— সমাধান সম্ভব কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই। নির্বাচিত সরকারই দেশের মানুষের চাহিদা বোঝে এবং সেই অনুযায়ী নীতি গ্রহণ করে।

শুক্রবার চট্টগ্রাম নগরীর দ্য পেনিনসুলা হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সত্যিকারের গণতান্ত্রিক অর্ডারের অভাবে ভুগছেন। এই অবস্থার পরিবর্তন ও গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র পথ হলো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।

এই মুহুর্তে বিএনপি ফোকাস গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে বলে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে দেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।

আমীর খসরু বলেন, জনগণ এখন অপেক্ষা করছে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার জন্য— একটি সৎ, স্বচ্ছ ও দায়বদ্ধ জাতীয় সংসদ দেখার জন্য। গত ১৫–১৬ বছর ধরে জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সংসদ অনুপস্থিত ছিল বলেই তিনি মন্তব্য করেন। তার মতে, রাজনৈতিক প্রক্রিয়ার এই রূপান্তরই দেশের সবচেয়ে জরুরি কাজ। অন্য কোনো ছোটখাটো ইস্যুতে মনোযোগ দিলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না।

নির্বাচিত সরকারকে সব সমস্যার সমাধান উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান হবে।

আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রসঙ্গে আমীর খসরু বলেন, বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না। আস্তে আস্তে আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে— তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। যাদের দায়িত্ব, তারা পালন করা ভালো। আর বিচার করার জন্য তো বিচার বিভাগ আছে— এটা তাদের ওপরই ছেড়ে দিন। আমরা একটা নিরপেক্ষ বিভাগ চেয়েছিলাম, সেটা ইতোমধ্যে হয়েছে। বিচার বিভাগকে আগামী দিনে আরও প্রাতিষ্ঠানিক গ্রাউন্ড দেওয়া হবে।

দ্য পেনিনসুলায় ‘এমভিটি সামিট–২০২৫’অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আমীর খসরু। স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি স্বাস্থ্য খাতের নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। তিনি বলেন, অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন— যা ব্যয়বহুল এবং সবার পক্ষে সম্ভব নয়। তাই দেশেই আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা গড়ে তোলা জরুরি।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটে তো আমরা রাজি আছি। সরকার তো সিদ্ধান্ত দিয়েছে। আর অপশনের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। এটা বিএনপি নেবে না। তিনি বলেন, দেশের যে কোনো সংকট— অর্থনৈতিক বা সাংবিধানিক— সমাধান সম্ভব কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই। নির্বাচিত সরকারই দেশের মানুষের চাহিদা বোঝে এবং সেই অনুযায়ী নীতি গ্রহণ করে।

শুক্রবার চট্টগ্রাম নগরীর দ্য পেনিনসুলা হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সত্যিকারের গণতান্ত্রিক অর্ডারের অভাবে ভুগছেন। এই অবস্থার পরিবর্তন ও গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র পথ হলো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।

এই মুহুর্তে বিএনপি ফোকাস গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে বলে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে দেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।

আমীর খসরু বলেন, জনগণ এখন অপেক্ষা করছে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার জন্য— একটি সৎ, স্বচ্ছ ও দায়বদ্ধ জাতীয় সংসদ দেখার জন্য। গত ১৫–১৬ বছর ধরে জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সংসদ অনুপস্থিত ছিল বলেই তিনি মন্তব্য করেন। তার মতে, রাজনৈতিক প্রক্রিয়ার এই রূপান্তরই দেশের সবচেয়ে জরুরি কাজ। অন্য কোনো ছোটখাটো ইস্যুতে মনোযোগ দিলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না।

নির্বাচিত সরকারকে সব সমস্যার সমাধান উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান হবে।

আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রসঙ্গে আমীর খসরু বলেন, বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী, এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না। আস্তে আস্তে আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে— তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। যাদের দায়িত্ব, তারা পালন করা ভালো। আর বিচার করার জন্য তো বিচার বিভাগ আছে— এটা তাদের ওপরই ছেড়ে দিন। আমরা একটা নিরপেক্ষ বিভাগ চেয়েছিলাম, সেটা ইতোমধ্যে হয়েছে। বিচার বিভাগকে আগামী দিনে আরও প্রাতিষ্ঠানিক গ্রাউন্ড দেওয়া হবে।

দ্য পেনিনসুলায় ‘এমভিটি সামিট–২০২৫’অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আমীর খসরু। স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি স্বাস্থ্য খাতের নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। তিনি বলেন, অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন— যা ব্যয়বহুল এবং সবার পক্ষে সম্ভব নয়। তাই দেশেই আন্তর্জাতিকমানের স্বাস্থ্যসেবা গড়ে তোলা জরুরি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশচট্টগ্রামআমীর খসরু মাহমুদ চৌধুরী
সর্বশেষ
১

গণমাধ্যম সংস্কার দাবি এমইউজের

২

দলীয় পারফর্ম্যান্সে জয় আসায় খুশি শান্ত

৩

ঢাকা-১২ আসনে হাতপাখা প্রার্থীর পরিবর্তনের যাত্রা

৪

ড্রয়ে হতাশ হামজা, নজরে ভারত ম্যাচ

৫

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

ঢাকা-১২ আসনে হাতপাখা প্রার্থীর পরিবর্তনের যাত্রা

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরে বাংলানগর) আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী নির্বাচনি শোডাউন করেছেন।

৪ মিনিট আগে

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা পুনর্ব্যক্ত করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম।

৮ মিনিট আগে

ঢাকা-১৩ আসনে জামায়াত প্রার্থীর ‘রান উইথ মোবারক’

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোবারক হোসাইনের নেতৃত্বে “রান উইথ মোবারক” শীর্ষক একটি বিশেষ দৌড় প্রতিযোগিতা ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তর আয়োজিত অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন।

১ ঘণ্টা আগে

এনসিপির সঙ্গে আইএমএফের মিশন টিমের বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর মিশন টিমের সঙ্গে সৌজন্য ও নীতিগত আলোচনায় অংশগ্রহণ করে। শুক্রবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

৩ ঘণ্টা আগে
ঢাকা-১২ আসনে হাতপাখা প্রার্থীর পরিবর্তনের যাত্রা

ঢাকা-১২ আসনে হাতপাখা প্রার্থীর পরিবর্তনের যাত্রা

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

ঢাকা-১৩ আসনে জামায়াত প্রার্থীর ‘রান উইথ মোবারক’

ঢাকা-১৩ আসনে জামায়াত প্রার্থীর ‘রান উইথ মোবারক’

গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের

গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের