পটুয়াখালী ২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীদের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার নিশ্চিয়তা দিয়ে তিনি বলেন, ইসলাম ব্যতীত কোনো ধর্ম, কোনো বিধান নারীদের সম্মানিত এবং মর্যাদাবান করেনি।
আল্লাহর আইনে নারী-পুরুষ কিংবা ধর্মবর্ণের কোনো বৈষম্য নেই। আল্লাহর আইনে মানুষ হিসেবে সকলেই সমান। তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর বৈষম্য দূর করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।
বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর। মানব রচিত আইনে শান্তি প্রতিষ্ঠিতি হয়নি, হবেও না। তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে।
এজন্য তিনি আগামী নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজদের বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাইয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে স্থানীয় সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন।
এর-আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী (পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ কালাইয়া ইউনিয়নের রাধা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় রাধা মন্দিরের সভাপতি সুভাস মন্ডলসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাউফল উপজেলা এবং কালাইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

