বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে কামরাঙ্গীরচর নূরিয়া মাদ্রাসায় তিনি ইন্তেকাল করেন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট ছেলে। তিনি ২০১৫ সাল থেকে রাজধানীর কামরাঙ্গীচরে অবস্থিত জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।

