ধানমণ্ডিতে বড় পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২১: ৩৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যে বিষয়গুলো তুলে ধরেছেন— সেগুলোকে অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী বলে মনে করছে দলটি। নেতাকর্মীদের অভিমত, তারেক রহমানের মার্জিত বক্তব্যে তাদের অনেক শেখার আছে। বিভিন্ন বিষয়ে তার দেওয়া বক্তব্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি তাদের।

শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকায় জনসাধারণের জন্য বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শনের আয়োজন করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এমন আয়োজনে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

বিজ্ঞাপন

ব্যারিস্টার অসীম বলেন, বিবিসি বাংলাকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান অনেক ভালো ভালো কথা বলেছেন। মাঠ পর্যায় থেকে আমরা তার এই বক্তব্যের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ এটাকে খুব ইতিবাচকভাবে নিচ্ছে, প্রশংসা করছে। সে কারণে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ উদ্যোগে সাক্ষাৎকারটা বড় পর্দায় প্রচার করছে।

অনুষ্ঠানে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদের এর সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নান, সিনিয়র সাংবাদিক জোবায়র বাবু সহ নিউমার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, ৫৫ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠন এর নেতাকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত