আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূর্বাচলে ক্ষতিগ্রস্ত স্থানে বিএনপির বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার

পূর্বাচলে ক্ষতিগ্রস্ত স্থানে বিএনপির বৃক্ষরোপণ
বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে পূর্বাচলে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : আমার দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) ও বিমানবন্দর সড়কে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণের পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকা থেকে ব্যানার–ফেস্টুন অপসারণ কার্যক্রমও পরিচালনা করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, কোনো ধরনের প্রোপাগান্ডা দিয়ে বিএনপিকে রুখে দেওয়া যাবে না। জনগণের স্বার্থে সব ইতিবাচক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে বিএনপি সব সময় পাশে থাকবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণই ভোটের মাঠে উপযুক্ত জবাব দেবে।

পরিবেশ সংরক্ষণ ও নগর পরিচ্ছন্নতার এ উদ্যোগকে রাজনৈতিক দায়িত্ববোধের অংশ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শুধু রাজনৈতিক আন্দোলনেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও সচেতন ভূমিকা রাখছে।

কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে সড়ক ও আশপাশের এলাকা থেকে ব্যানার–ফেস্টুন সরানো করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন