মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক আজ

সিলেট বিভাগের শতাধিক মনোনয়নপ্রত্যাশী ঢাকায়

খালেদ আহমদ, সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭: ০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ৩টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নেতাদের অনেকেই ইতোমধ্যে বিমানে, ট্রেনে, রিজার্ভ গাড়ি নিয়ে গত শুক্রবার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৯টি আসনে দলের শতাধিক মনোনয়নপ্রত্যাশী আছেন। তবে ওই বৈঠকে সরাসরি কাউকে ডাকা হয়নি বা তালিকা করে আমন্ত্রণ জানানো হয়নি।

বিজ্ঞাপন

চার জেলার সভাপতি ফোন করে যাদের দাওয়াত দিয়েছেন তারাই এতে অংশ নেবেন। এটা একটি বিশেষ সাংগঠনিক বৈঠক। ধানের শীষের পক্ষে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায় তা নিয়েই মূলত আলোচনা হবে। এ বৈঠকে প্রার্থী বাছাই করার জন্য নয়। নির্বাচন যেহেতু আসন্ন তাই স্বাভাবিকভাবেই মনোনয়নপ্রত্যাশীরা বৈঠকে যাবেন।

বিএনপির একটি সূত্র জানায়, সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস ধরেই সিলেটের ১৯টি সংসদীয় আসনে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সম্ভাব্য প্রার্থী হিসেবে সক্রিয় আছেন। প্রতিটি আসনেই একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী। তারা তৃণমূলে নিজেদের শক্তি জানান দিতে প্রায় প্রতিদিনই বড় ধরনের সমাবেশ করছেন। এতে স্থানীয় পর্যায়ে দলের ভেতরে প্রকাশ্যে-অপ্রকাশ্যে দ্বন্দ্ব-বিভেদও তৈরি হয়েছে।

তথ্যমতে, এ বিভাগের প্রার্থী নির্ধারণ ও যাচাই–বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত সব মনোনয়নপ্রত্যাশীকে ডেকে কথা বলার জন্যই বৈঠকটি আহ্বান করেন তিনি। এখান থেকে তাদের বার্তা দেওয়া হবে, দল সবকিছু বিবেচনায় নিয়ে যখন একক প্রার্থী ঘোষণা দেবে, তখন সব মনোমালিন্য ভুলে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।

এদিকে এবারের সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন- চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা, জেলা ও উপজেলা সভাপতি, প্রবাসী নেতা, যুবনেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা।

এবার প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়ায় ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে প্রার্থীদের অতীত কার্যক্রম, ভোটার সংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা যাচাই করা হচ্ছে বলে জানা গেছে। এর মাধ্যমে দল একটি স্বচ্ছ ও তথ্যভিত্তিক মনোনয়ন তালিকা চূড়ান্ত করতে চাইছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

কেন্দ্রীয় সূত্র জানায়, প্রতিটি আসনে কেবল একজন প্রার্থীই চূড়ান্ত মনোনয়ন পাবেন। এছাড়া সব প্রার্থীকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতেও সক্রিয় থাকতে হবে।

সিলেট বিভাগের ১৯টি আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সিলেট-১ (মহানগর-সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ শতাধিক নেতা মাঠে রয়েছেন বলে জানা গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত