আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিসি-এসপিরা বৈষম্যমূলক আচরণ করছেন: জামায়াত

স্টাফ রিপোর্টার

ডিসি-এসপিরা বৈষম্যমূলক আচরণ করছেন: জামায়াত
ফাইল ছবি

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) বৈষম্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

জামায়াতের এই নেতা বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন বিশেষ করে ডিসি ও এসপিরা এখনো নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছেন, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য অন্তরায়।

সাক্ষাৎকালে তারা নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরির দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন