আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার
জুলাই সনদে স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ডিম্যাব-এর নতুন আহ্বায়ক কমিটির আয়োজনে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, এতগুলো মানুষের আত্মত্যাগ ও অংশগ্রহণ, এটা নিয়ে শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে। তিনি আরও বলেন, রাষ্ট্র যখন জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত নয়। তার মতে, সকলেরই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত। তিনি মন্তব্য করেন, কোনো দল স্বাক্ষর না করলে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন