দেশে আরও কিছু নতুন দোসর তৈরি হয়েছে: আমিনুল হক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২৩: ১৭

স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে দেশে আরও কিছু নতুন দোসর তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বুধবার রাজধানীর পল্লবী রুপনগর থানার ৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে এ অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আমিনুল হক, স্বৈরাচারের এ নতুন দোসররা ক্ষমতার মোহে পরে গেছে। ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনারসহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন,আপনারা সংস্কার চাচ্ছেন গত ৫ আগস্টের পরে। আর বিএনপি সংস্কার চেয়েছে ১৩ জুলাই ২০২৩ সালে। প্রায় দুই বছর আগেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা বলেছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমিনুল হক
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত