আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পোস্টাল ব্যালটে প্রতীক সামনে না রাখা নিয়ে আপত্তি বিএনপির

স্টাফ রিপোর্টার

পোস্টাল ব্যালটে প্রতীক সামনে না রাখা নিয়ে আপত্তি বিএনপির

নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে, তা নিয়ে আপত্তি তুলেছে বিএনপি।

মঙ্গলবার দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ করে এ আপত্তির কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

“বিভিন্ন দেশে প্রবাসীদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেখানে উদ্দেশ্যমূল্যকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নাম ও প্রতিক উদ্দেশ্যমূলকভাবে প্রথম লাইনে দেওয়া হয়েছে।

‘‘অথচ বিএনপির নাম প্রতীক মাঝে দেওয়া হয়েছে। ভাজ করলে কারও নজরেই পড়বে না,’’ প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।

নজরুল খান জানান, তারা এ বিষয়ে সিইসির সাথে কথা বলেছেন এবং তাদের কাছে মনে হয়েছে কমিশন বিষয়টি খেয়াল করেনি।

‘‘অ্যালফাবেট অনুযায়ী হয়েছে কি-না সেটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল। কিন্তু ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এটি পরিবর্তনের অনুরোধ জানিয়েছি আমরা। একই সাথে এ ধরনের পোস্টাল ব্যালট সংশোধনের করতে বলেছি,’’ বলেছেন তিনি।

প্রসঙ্গত, পোস্টাল ব্যালটে ভোট দিতে এবার প্রবাসীসহ ১৫ লাখের বেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

এছাড়া বাহরাইনে কিছু লোক পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করছে, এমন একটি ভাইরাল ভিডিওর বিষয়ে বিএনপির দিক থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘‘বাহরাইনে একটি বিশেষ দলের নেতৃবৃন্দ অনেক ব্যালট পেপার হ্যান্ডেল করছে। এই ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে এমন ঘটনা তারাও জেনেছে। যারা এটি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছি’’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন