২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য শাহিন আলমকে আর্থিক সহায়তা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে শাহিনকে পাঁচ লাখ টাকার চেক বুঝিয়ে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চেক হস্তান্তরের সময় বিসিবি সহসভাপতি শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ জয়ের পর ইনজুরির কারণে আড়ালে চলে চান শাহিন। বাবা-মায়ের অসুস্থতা ও অর্থ সংকটÑসব মিলে খুবই কঠিন দিন কাটছিল তার। দুঃসময়ে এই উঠতি ক্রিকেটারের পাশে দাঁড়াল বিসিবি। শাহিনের মায়ের চিকিৎসার দায়িত্বও নিয়েছে ক্রিকেট বোর্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

