আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ময়মনসিংহে তারেক রহমান, বিকেলে যোগ দেবেন জনসভায়

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে তারেক রহমান, বিকেলে যোগ দেবেন জনসভায়
ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারকাজে অংশ নিতে ইতোমধ্যে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।

ময়মনসিংহে পৌঁছে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তার। এরপর জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় বিএনপির নেতারা জানান, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যেেআটটিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনি রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় সূত্র জানায়, এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক সমাবেশে বক্তব্য দেবেন। এসব কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানের বাসভবনে ফিরবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই সফরে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী, রূপগঞ্জসহ সাতটি পথসভায় বক্তব্য দেন। পরে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগে নির্বাচনি সফরে ফেনী, কুমিল্লা, দাউদকান্দিসহ ছয়টি পথসভায় অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহ সফর শেষে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া এবং বরিশাল বিভাগে পর্যায়ক্রমে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...