আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

স্টাফ রিপোর্টার

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বহিষ্কৃতরা হচ্ছেন:

রংপুর বিভাগ

১. দিনাজপুর-২ আ ন ম বজলুর রশিদ দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপি'র উপদেষ্টা।২. দিনাজপুর-৫ এ জেড এম রেজয়ানুল হক, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।৩. নীলফামারী-৪ রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ, সৈয়দপুর জেলা, বিএনপি।

রাজশাহী বিভাগ

১. নওগাঁ- ৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য , মহাদেবপুর উপজেলা বিএনপি২. নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, সহ দপ্তর সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বিএনপি৩. নাটোর-১ ডাঃ ইয়াসির আরশাদ রাজন, সদস্য জেলা বিএনপি নাটোর।(গত কাল প্রত্যাহারের সময় শেষ হওয়ার ১০ মিনিট পরে প্রত্যাহার পত্র জমা দিতে গিয়েছিল কিন্তু প্রত্যাহার পত্র গৃহীত হয় নি)৪. নাটোর- ৩ দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নাটোর৫. রাজশাহ- ৫ ইসফা খাইরুল হক শিমুল, সদস্য , পুঠিয়া উপজেলা বিএনপি৬. রাজশাহ- ৫ ব্যারিস্টার রেজাউল করিম, সহ সভাপতি লন্ডন জিয়া পরিষদ৭. পাবনা- ৩ কে এম আনোয়ারুল ইসলাম- সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি৮. পাবনা - ৪ জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি

খুলনা বিভাগ

১. কুষ্টিয়া-১ নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপি২. নড়াইল-২ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি৩. যশোর-৫ এ্যাড. শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা৪. সাতক্ষীরা-৩ ডা: শহীদুল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি৫. বাগেরহাট-১ ইঞ্জি. মাসুদ, সদস্য, জেলা বিএনপি৬. বাগেরহাট-৪ খায়রুজ্জামান শিপন, সদস্য, জেলা বিএনপিবরিশাল বিভাগনং আসন নাম্বার নাম১. বরিশাল-১ আব্দুস সোবহান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি২. পিরোজপুর-২ মোহাম্মদ মাহমুদ হোসেন, প্রথমিক সদস্য

ঢাকা বিভাগ

১. নারায়ণগঞ্জ-১ মোহাম্মাদ দুলাল হোসেন, সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি।২. নারায়ণগঞ্জ-২ মোঃ আতাউর রহমান খান আঙ্গুর - সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি।৩. নারায়ণগঞ্জ-৩ অধ্যাপক মোঃ রেজাউল করিম- সদস্য জাতীয় নিবার্হী কমিটি বিএনপি।৪. টাঙ্গাইল-১ এ্যড. মোহাম্মাদ আলী সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি৫. টাঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা চেয়ারপারসন৬. টাঙ্গাইল-৫ এ্যড. ফরহাদ ইকবাল, সাধারন সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি

৭. নরসিংদী-৫ মোঃ জামাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি নরসিংদী জেলা বিএনপি৮. মুন্সিগঞ্জ-১ মোঃ মুমিন আলী, সদস্য মুন্সিগঞ্জ জেলা বিএনপি ৯. মুন্সিগঞ্জ-৩ মোঃ মহিউদ্দিন, সদস্য সচিব মুন্সিগঞ্জ জেলা বিএনপি

ময়মনসিংহ বিভাগ

১. কিশোরগঞ্জ-১ রেজাউল করিম চুন্নু, সদস্য কিশোরগঞ্জ সদর থানা২. কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি৩. ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়া ঘাট উপজেলা বিএনপি৪. ময়মনসিংহ-১০ এবি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি৫. ময়মনসিংহ-১১ মোঃ মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি৬. নেত্রকোনা-৩ মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি৭. শেরপুর-৩ মোঃ আমিনুল ইসলাম বাদশাহ, সদস্য, সাবেক জেলা বিএনপি

ফরিদপুর বিভাগ

১. মাদারিপুর -১ লাভলু সিদ্দিকী, যুগ্ন-আহবায়ক মাদারিপুর জেলা বিএনপি।২. মাদারিপুর -১ কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহবায়ক কমিটি।৩. মাদারিপুর -২ মিল্টন বৈদ্য, সদস্য মাদারিপুর জেলা বিএনপি৪. রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।৫. গোপালগঞ্জ-২ এম এস খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি৬. গোপালগঞ্জ-২ সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি৭. গোপালগঞ্জ-৩ এ্যাড. হাবিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি।

সিলেট বিভাগ

১. সুনামগঞ্জ-৩ আনোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি২. সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি৩. সিলেট-৫ মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিস্কৃত) সিলেট জেলা বিএনপি৪. মৌলভীবাজার-৪ মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি৫. হবিগঞ্জ-১ শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

কুমিল্লা বিভাগ

১. ব্রাক্ষ্মণবাড়িয়া-১ এ্যাড. কামরুজ্জামান মামুন, সহ-সভাপতি, জেলা বিএনপি২. ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, অর্থ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি।৩. ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য৪. কুমিল্লা-২ ইঞ্জি. আব্দুল মতিন, সাধারণ সদস্য, উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব বাংলাদেশ৫. কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি৬. চাঁদপুর-৪ এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি

চট্টগ্রাম বিভাগ

১. চট্টগ্রাম-১৪ এড: মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি২. চট্টগ্রাম-১৪ শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল৩. চট্টগ্রাম-১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি৪. নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান, সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি৫. নোয়াখালী-৬ প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য৬. নোয়াখালী-৬ ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য নোয়াখালী জেলা বিএনপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন