আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবারের ভোট হবে দেশে গণতন্ত্রের রক্ষাকবচ: বিএনপি প্রার্থী নবী

স্টাফ রিপোর্টার

এবারের ভোট হবে দেশে গণতন্ত্রের রক্ষাকবচ: বিএনপি প্রার্থী নবী

বিএনপি নেতা আলহাজ নবী উল্লাহ নবী বলেছেন, ১২ ফেব্রুয়ারির ভোট হবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রক্ষাকবচ। জাতীয় জীবনে এ নির্বাচনের মূল্য অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, ভোট প্রদানের ক্ষেত্রে কোনোভাবেই ভুল সিদ্ধান্ত নেয়া যাবে না।

সবাইকে সেদিন শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপির মার্কা ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর ডেমরার ৬৯ নং ওয়ার্ডে গণসংযোগকালে করেন ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবী। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এই ভোট শুধু ভোট নয়Ñবরং এই ভোট হবে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার রক্ষাকবচ। সবাইকে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...