আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আল জাজিরাকে সাক্ষাৎকার

ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে ইসলামী আইন চালু করার প্রশ্নে জানিয়েছেন, আমি নই। সংসদই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, যদি দেশের উন্নতির জন্য তা অপরিহার্য হয়, তাহলে সংসদ বিষয়টি সিদ্ধান্ত নেবে।

আপনার নেতারা বলেছেন যে আপনারা চান এই দেশ ইসলামি আইন দ্বারা পরিচালিত হোক প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বর্তমান দেশের আইনের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের অনুভূতি বোঝার চেষ্টা করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না।

বিজ্ঞাপন

দলের প্রধান (আমির) পদে কোনো নারী কখনো দায়িত্ব পালন করতে পারবেন কিনা প্রশ্নে তিনি বলেন, এটা সম্ভব নয়। কারণ আল্লাহ প্রত্যেককে তাদের নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। আপনি কখনও সন্তান জন্ম দিতে পারবেন না। আমরা কখনও সন্তানকে স্তন্যপান করাতে পারব না। এটা আল্লাহ প্রদত্ত। আর পুরুষ ও নারীর মধ্যে কিছু পার্থক্য আছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।

তিনি আরো বলেন, একজন মা যিনি সন্তান জন্ম দেবেন, তিনি কীভাবে দায়িত্ব পালন করবেন? এটা সম্ভব নয়। কখনও নয়। আল্লাহই সবকিছু ভালো জানেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন