আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পঞ্চগড় দুই আসনকে বৈষম্যমুক্ত করার ঘোষণা জামায়াতের প্রার্থীর

স্টাফ রিপোর্টার

পঞ্চগড় দুই আসনকে বৈষম্যমুক্ত করার ঘোষণা জামায়াতের প্রার্থীর
শফিউল ইসলাম

‘জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি বেতন-ভাতা নেব না।’ বোদা-দেবিগঞ্জ সংসদীয় আসনকে বৈষম্যমুক্ত করব বলে ঘোষণা দেন জামায়াত মনোনীত পঞ্চগড় দুই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

পঞ্চগড় দুই আসনের জনগণকে উদ্দেশ্য করে শফিউল ইসলাম বলেন, ‘আপনারা যদি জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আমার প্রাপ্ত বেতন-ভাতা জনগণের জন্য ব্যয় করব। ইউএনও বা অন্য কোনো সরকারি কর্মকর্তাকে সরকারি নিয়মের বাইরে যেতে দেব না। জনগণের খাদেম হিসেবে জনগণের অধিকার বুঝিয়ে দিতে আমি আমার দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন