চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
এই ক্যাম্পেইন সফল করতে নয় সদস্যবিশিষ্ট ‘গণভোট ক্যাম্পেইন পরিচালনা কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কমিটির অনুমোদন করেন।
কমিটির আহ্বায়ক হলেন- শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ও সদস্য সচিব কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদি।
সদস্যরা হলেন-কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম; প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম; ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক; পাবলিক রিলেশনস সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম তানভীর উদ্দিন; কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস এস এম ফরহাদ; কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান।
এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বিগত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তার মূলভিত্তি হলো ‘জুলাই সনদ’। এই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাষ্ট্রের আমূল সংস্কার অপরিহার্য। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমেই কেবল শহীদদের স্বপ্ন সার্থক ও সফল করা সম্ভব।
তিনি বলেন, চিরতরে ফ্যাসিবাদী শাসনের বিলোপ এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এক ঐতিহাসিক সংস্কার যাত্রায় অবতীর্ণ হয়েছি। স্বনির্ভর স্বদেশ বিনির্মাণের এই মাহেন্দ্রক্ষণে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সুদৃঢ় অবস্থান নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

