আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) চার জেলায় জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এদিন সকাল সাড়ে ৯টায় যশোরে, সাতক্ষীরায় দুপুর সাড়ে ১২টায়, খুলনায় বেলা সাড়ে ৩টায়, বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে। সেখানেও প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াত আমির। পরে আজ রাতেই ঢাকার উদ্দেশে রওয়ান হবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
পরদিন বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে ও বিকালে সাড়ে ৪টায় ময়মনসিংহে জনসভা অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়ায়, মেহেরপুরে দুপুর ১২টায়, চুয়াডাঙ্গায় বিকেল সাড়ে ৪টায়, ঝিনাইদহে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভায় অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

