ঢাকা-৪ সংসদীয় আসনে গণসংযোগকালে জামায়াত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে যুবদল রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মুরাদপুর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ ও সমাবেশে মহানগর দক্ষিণ জামায়াতের নেতা আশরাফুল আলম ইমন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি জামায়াতের রুকন ও মহিলা নেত্রী।
এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এবং ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

