ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জন্য এখনো জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ বলেছেন, আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে ফিরে আসবে।
শুক্রবার রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, এনসিপি আসন সমঝোতার শুরু থেকেই ৩০টি আসনের বিষয়ে বলে আসছে। এখনো তাই রয়েছে।
এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তনে এসেছে তাই আসন বৃদ্ধির জন্য জোটের লিয়াজু কমিটিতে আলোচনা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো ভূমিকা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছেন। সেখানে এনসিপির কোনো ভূমিকা নেই।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য জোটে এখনো আলোচনার দুয়ার খোলা রয়েছে।
আমরা আশা করছি, তারা জোটে ফিরবেন এবং আমরা একসঙ্গে নির্বাচনি বৈতরণী পাড়ি দেব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

