আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের ওই মানুষদের বয়কট করতে হবে, যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু রাতের বেলা মাদক বিক্রির লাভের ভাগ নেয়। দখলদার, চাঁদাবাজ, মাদক করবারিদের নির্বাচনে বয়কট করার আহ্বান জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে একটা ধাপ অতিক্রম করেছি। ২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে আমরা সামনে এগিয়ে যাব, নাকি আবারও পেছনের দিকে ফিরে যাব! আমরা কি চাঁদাবাজির দিকে ফিরে যাব; নাকি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ব।’
এ সময় ’২৪-এর স্লোগান দেন সার্জিস আলম, ‘গোলামি না মুক্তি, মুক্তি মুক্তি’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘’২৪-এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’। দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

