আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসি একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে: নাহিদ ইসলাম

আমার দেশ অনলাইন

ইসি একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে: নাহিদ ইসলাম

সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ আচরণ করছে না। এটা বিভিন্ন সময়ে বলে এসেছি—তারা একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতা ও শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ‘২৪-এর অভ্যুত্থান শুরু হয়েছিল। তাই এই এলাকা থেকেই আমরা নির্বাচনি যাত্রা শুরু করেছি। এবারের নির্বাচন আধিপত্যবিরোধী যাত্রা। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাই, ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।

তিনি আরো বলেন, সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এটা আমরা বিভিন্ন সময়ে বলে এসেছি—তারা একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে।

অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনে অন্যতম বড় এজেন্ডা বিচার। ’২৪-এর আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং শহীদ ওসমান হাদির বিচার করা।

এদিকে চার নেতার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করল এনসিপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন