আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল: নাহিদ

স্টাফ রিপোর্টার

কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি, ভোট কেনার কৌশল: নাহিদ
নাহিদ ইসলাম

বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের নামে ‘ভোট কেনার কৌশল’ অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে এক ধরনের ভোট কেনার প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা অবলম্বন করছে। কিন্তু মানুষ আসলে এটাতে অত সাড়া দিচ্ছে না। মানুষ এগুলো বিশ্বাসও করছে না। কারণ মানুষ এর আগেও এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতির কথা বিভিন্নভাবে শুনেছে। এসময় বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মানছেন না, ১০দলীয় জোটের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।

মানুষ আগের চেয়ে যথেষ্ট সচেতন বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী জোট রয়েছে, তারা বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে। আসলে বাস্তবায়নের কোনো রূপরেখা তাদের নেই। একটা প্রতিশ্রুতি দিলেই হয় না। মানুষ প্রশ্ন করে, কীভাবে সেটা বাস্তবায়নযোগ্য হবে।

বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মানছেন না অভিযোগ করে তিনি বলেন, কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনো মানা হচ্ছে না। বিদ্যুতের তারে পোস্টার ঝোলানো হচ্ছে। আমাদের ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু প্রচারণা চালাচ্ছি, সেখানে বাধা দেওয়া হচ্ছে। ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের প্রচারণা চালানোয় এনসিপি নেতাদের নির্বাচন কমিশন শোকজ করেছে। অথচ বিএনপি প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

১৬ বছর পর সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা মানুষকে নির্বিঘ্ন-নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে উৎসাহিত করছি। এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট যেহেতু গণভোটও একসঙ্গে হচ্ছে। মানুষ যাতে এই ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায় এমনকি আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে।

ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করে নাহিদ ইসলাম বলেন, এই এলাকায় পানি ও গ্যাসের সংকট আছে। মাদকের কারবার চলে। এলাকার মানুষ, বিশেষত তরুণ সমাজ এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মাদককে নির্মূল করতে হবে। এই মাদকের সঙ্গে যুক্ত প্রশাসন এবং রাজনৈতিক ব্যাক আপ। ফলে এই দুইটাকেই যদি দূর করতে পারি, তাহলে মাদক সমস্যা সমাধান সম্ভব।

তরুণ সমাজ ভোটকেন্দ্র পাহারা দেবে মন্তব্য করে এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের তরুণ সমাজ, আমাদের সচেতন নাগরিকরা ভোট কেন্দ্রে শুধু ভোট দিতেই আসবে না, এবার তারা ভোট কেন্দ্র পাহারা দেবে। ভোটের ফলাফল নিয়ে তারা বাসায় যাবে। যদি আমরা দেখি শেষ পর্যন্ত এই ইলেকশন কমিশন চূড়ান্ত পর্যায়ে গেছে তারা নিরপেক্ষতার একেবারেই ধার ধারছে না, তাহলে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে নামব। আমরা আগাম সতর্কবাণী ইলেকশন কমিশনের জন্য দিয়ে রাখছি।

এদিন ঢাকা-১১ আসনের ভাটারা থানা, বাঁশতলা, সুবাস্তু মার্কেটসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান এবং উঠান বৈঠকে অংশ নেন নাহিদ ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন