শাপলা চত্বর থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগরিফরাত কামনা এবং ‘ভারতীয় আগ্রাসন মোকাবেলায় উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা ও হেফাজতের কেন্দ্রীয় কমিটির আপসহীন কারা নির্যাতিত আলেমদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে আলেম ওলামাদের উপস্থিতিতে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ কানায় কানায় ভরে গেছে। উত্তরা উলামা পরিষদ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই মধ্যে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত খ্যাতিমান আলেমরা বক্তব্য রাখছেন অনুষ্ঠানে।
সেখানে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামনুনুল হক, মাওলানা আব্দুল হামিদ মুধুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা খুরশিদ আলম কাসেমী, ড. আহমদ আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি বশিরুল্লাহ, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল, মুফতি নূর হোসাইন নূরানী, মাওলানা জোবায়ের আহমদ, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ অর্ধশতাধিক মজলুম আলেমকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। কৃতজ্ঞতায় রয়েছেন মুফতি কামালুদ্দীন, মাওলানা আবু সালেহ রহমানী ও মুফতি নেয়ামতুল্লাহ আমিন।
এমবি

