২০২৫ সালের নোবেলজয়ী উদ্ভাবন

ডা. সাঈদ এনাম

বিজ্ঞানীরা যা আজ নোবেলজয়ী আবিষ্কার হিসেবে দেখছে, মহান আল্লাহ তা বহু আগে মরুভূমির নিঃশব্দ গাছের পাতায় লিখে রেখেছেন! ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন একদল বিজ্ঞানী, যারা মরুভূমির শুকনো বাতাস থেকেও পানি বের করার এক জাদুকরী উপায় আবিষ্কার করেছেন! তারা তৈরি করেছেন এক বিশেষ পদার্থ, যার নাম ‘মেটাল—অরগ্যানিক ফ্রেমওয়ার্ক (Metal—Organic Framework – MOF)’। এটি দেখতে অনেকটা অদৃশ্য স্পঞ্জের মতো, যার ভেতরে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে। রাতে বাতাসে সামান্য আর্দ্রতা থাকলে MOF সেই বাষ্প টেনে নেয় নিজের ভেতরে, আর সকালে সূর্যের তাপে সেই বাষ্প ধীরে ধীরে পরিণত হয় বিশুদ্ধ পানিতে।
এই আশ্চর্য প্রযুক্তি আজ নতুন আশার আলো জ্বালিয়েছে সেইসব ভূমিতে, যেখানে চারপাশে শুধু ধুলা আর বালুর ঢেউ—নেই নদী, নেই কূপ, নেই কোনো পানির উৎস। কিন্তু পাঠক, আরো বিস্ময়ের বিষয় হলো—যা মানুষ আজ বিজ্ঞানের ভাষায় উদ্ভাবন করেছে, মহান আল্লাহ তা বহু আগেই সে নকশায় প্রকৃতির বুকে সৃষ্টি করে রেখেছেন তাঁর সৃষ্টি । মরুভূমির ক্যাকটাস গাছ তার জীবন্ত উদাহরণ।
ক্যাকটাসে কাঁটা, মোটা আবরণ, সূক্ষ্ম খাঁজ (microscopic grooves) এবং ন্যানো-গঠন (nanostructures)—সব মিলিয়ে রয়েছে এক আশ্চর্য ক্ষমতা, যা বাতাসের জলীয় বাষ্প (water vapor) শোষণ করে তা ঘনীভূত করে শিশিরবিন্দুতে পরিণত করে। শুধু তা-ই নয়, পরে ক্যাপিলারি ক্রিয়ার (capillary action) মাধ্যমে সেই পানি শিকড়ে পৌঁছে দেয়।
এভাবে স্পঞ্জের মতো কোষে থাকা টিস্যুতে (spongy parenchyma tissue) পানি জমা থাকতে পারে বলেই ক্যাকটাস গাছ বেঁচে থাকে তপ্ত মরুভূমিতে হাজার বছর ধরে।
মানুষের বর্তমান উদ্ভাবন সৃষ্টিকর্তার সৃষ্টিরই অনুকরণ। এটি স্পষ্ট প্রমাণ করে, সত্যিকারের জ্ঞান লাভ হয় আল্লাহর সৃষ্ট জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে। ‘নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন।’ (সুরা আলে ইমরান : ১৯০)
লেখক : সহযোগী অধ্যাপক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল

বিজ্ঞানীরা যা আজ নোবেলজয়ী আবিষ্কার হিসেবে দেখছে, মহান আল্লাহ তা বহু আগে মরুভূমির নিঃশব্দ গাছের পাতায় লিখে রেখেছেন! ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন একদল বিজ্ঞানী, যারা মরুভূমির শুকনো বাতাস থেকেও পানি বের করার এক জাদুকরী উপায় আবিষ্কার করেছেন! তারা তৈরি করেছেন এক বিশেষ পদার্থ, যার নাম ‘মেটাল—অরগ্যানিক ফ্রেমওয়ার্ক (Metal—Organic Framework – MOF)’। এটি দেখতে অনেকটা অদৃশ্য স্পঞ্জের মতো, যার ভেতরে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে। রাতে বাতাসে সামান্য আর্দ্রতা থাকলে MOF সেই বাষ্প টেনে নেয় নিজের ভেতরে, আর সকালে সূর্যের তাপে সেই বাষ্প ধীরে ধীরে পরিণত হয় বিশুদ্ধ পানিতে।
এই আশ্চর্য প্রযুক্তি আজ নতুন আশার আলো জ্বালিয়েছে সেইসব ভূমিতে, যেখানে চারপাশে শুধু ধুলা আর বালুর ঢেউ—নেই নদী, নেই কূপ, নেই কোনো পানির উৎস। কিন্তু পাঠক, আরো বিস্ময়ের বিষয় হলো—যা মানুষ আজ বিজ্ঞানের ভাষায় উদ্ভাবন করেছে, মহান আল্লাহ তা বহু আগেই সে নকশায় প্রকৃতির বুকে সৃষ্টি করে রেখেছেন তাঁর সৃষ্টি । মরুভূমির ক্যাকটাস গাছ তার জীবন্ত উদাহরণ।
ক্যাকটাসে কাঁটা, মোটা আবরণ, সূক্ষ্ম খাঁজ (microscopic grooves) এবং ন্যানো-গঠন (nanostructures)—সব মিলিয়ে রয়েছে এক আশ্চর্য ক্ষমতা, যা বাতাসের জলীয় বাষ্প (water vapor) শোষণ করে তা ঘনীভূত করে শিশিরবিন্দুতে পরিণত করে। শুধু তা-ই নয়, পরে ক্যাপিলারি ক্রিয়ার (capillary action) মাধ্যমে সেই পানি শিকড়ে পৌঁছে দেয়।
এভাবে স্পঞ্জের মতো কোষে থাকা টিস্যুতে (spongy parenchyma tissue) পানি জমা থাকতে পারে বলেই ক্যাকটাস গাছ বেঁচে থাকে তপ্ত মরুভূমিতে হাজার বছর ধরে।
মানুষের বর্তমান উদ্ভাবন সৃষ্টিকর্তার সৃষ্টিরই অনুকরণ। এটি স্পষ্ট প্রমাণ করে, সত্যিকারের জ্ঞান লাভ হয় আল্লাহর সৃষ্ট জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে। ‘নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন।’ (সুরা আলে ইমরান : ১৯০)
লেখক : সহযোগী অধ্যাপক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার হক আদায় না করা কাফের ও পাপাচারীদের বৈশিষ্ট্য। কোরআনে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের সাবধান করে বলেছেন, যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন।
১ দিন আগে
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার। প্রত্যেক হজযাত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হজযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ স্বাস্থ্য পরীক্ষায় হজযাত্রীরা হজ পালনের জন্য স্বাস্থ্য ঝুঁকিমুক্ত এরূপ প্রত্যয়ন দিতে হবে।
২ দিন আগে
বিমানে চড়ে আপনি যে দেশে বা শহরে যাবেন তা যদি আপনার আবাস থেকে ৪৮ মাইল বা ৭৮ কিলোমিটার দূরে অবস্থিত হয়, তাহলে বিমানে ভ্রমণের সময় আপনি মুসাফির গণ্য হবেন এবং নামাজ কসর করবেন। ৪৮ মাইল দূরে যাওয়ার নিয়ত করে নিজের শহর থেকে বের হলেই শরিয়তের পরিভাষায় তাকে মুসাফির বলা হয়।
২ দিন আগে
রমজান মাসের আর বেশি দিন বাকি নেই। বিষয়টি নিয়ে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে ইসলাম ধর্মবিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’।
৩ দিন আগে