বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৭: ২৮
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৯: ৩৯

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানীর ইমামতিতে হাজারও মুসল্লি ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

নামাজের পূর্বে ড. খলিলুর রহমান মাদানী উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। তিনি বলেন, আজকের এইদিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা। তবে কেবল মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই কোরবানি করতে হবে। এক্ষেত্রে কেউ যদি ন্যূনতম গাফিলতি করে, তবে তার কোরবানি কবুল হবে না। মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে কোরবানি করা যাবে না।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও জাতীয় এই মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত বেলা পৌনে ১১টার দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।

এমবি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত