১৪টি বিশেষ ট্রেন চালু
স্টাফ রিপোর্টার, গাজীপুর
বিগত বছরগুলোতে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হলেও এবার মাগরিবের নামাজের পর আমবয়ান হয়েছে। নামাজের পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আমবয়ানের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ানের তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের ।
শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হয়। দুপুরে হবে বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজ পড়াবেন মাওলানা মুহাম্মদ জুবায়ের। ইজতেমায় প্রথম পর্বে আগত মুসল্লিরা বিভিন্ন খিত্তায় অবস্থান করছেন।
ইজতেমায় মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, তালিমের আগে আলোচনা করবেন মাওলানা জামাল সাহেব (ভারত)। এছাড়া বিশেষ কিছু সূচি রয়েছে।
শুরায়ে নেজামের অন্যতম শীর্ষ মুরুব্বি মাহফুজুল হান্নান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়ে গেছে। এবার দুই ধাপে ইজতেমা করায় মুসল্লিদের সুবিধা হয়েছে। চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এখন পর্যন্ত সব ঠিক আছে।
সকাল দশটা ৫০ মিনিট পর্যন্ত ৭৩টি দেশ থেকে অন্তত ২২০০ বিদেশি মেহমান বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। আরো বিদেশি মেহমান আসবেন বলে আশা করছেন তাবলীগ মুরুব্বিরা।
আজ শুক্রবার বৃহত্তম জুমার নামাজ: টঙ্গীর ইজতেমা ময়দানে আজ জুমার জামাত অনুষ্ঠিত হবে। নামাজে তাবলীগ জামাতের অনুসারী ছাড়াও টঙ্গী ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করবেন। সকাল থেকে তারা দলে দলে আসতে শুরু করেছেন। ময়দানের অভ্যন্তরে এবং আশপাশে তারা অবস্থান নিচ্ছেন।
এদিকে, মুসল্লিদের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রাফিক নিয়ন্ত্রণে নেয়া হয়েছে নানা উদ্যোগ। যানজট নিরসনে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
এছাড়া ইজতেমার নিরাপত্তায় নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পুরো ময়দান ৫টি সেক্টরে ভাগ করে কাজ শুরু করেছে পুলিশ, আনসার, র্যাবসহ প্রায় ১০ হাজার সদস্য। সাদা পোশাকেও কেউ কেউ ময়দানে দায়িত্ব পালন করছেন।
বিগত বছরগুলোতে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হলেও এবার মাগরিবের নামাজের পর আমবয়ান হয়েছে। নামাজের পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আমবয়ানের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ানের তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের ।
শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হয়। দুপুরে হবে বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজ পড়াবেন মাওলানা মুহাম্মদ জুবায়ের। ইজতেমায় প্রথম পর্বে আগত মুসল্লিরা বিভিন্ন খিত্তায় অবস্থান করছেন।
ইজতেমায় মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, তালিমের আগে আলোচনা করবেন মাওলানা জামাল সাহেব (ভারত)। এছাড়া বিশেষ কিছু সূচি রয়েছে।
শুরায়ে নেজামের অন্যতম শীর্ষ মুরুব্বি মাহফুজুল হান্নান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়ে গেছে। এবার দুই ধাপে ইজতেমা করায় মুসল্লিদের সুবিধা হয়েছে। চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এখন পর্যন্ত সব ঠিক আছে।
সকাল দশটা ৫০ মিনিট পর্যন্ত ৭৩টি দেশ থেকে অন্তত ২২০০ বিদেশি মেহমান বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। আরো বিদেশি মেহমান আসবেন বলে আশা করছেন তাবলীগ মুরুব্বিরা।
আজ শুক্রবার বৃহত্তম জুমার নামাজ: টঙ্গীর ইজতেমা ময়দানে আজ জুমার জামাত অনুষ্ঠিত হবে। নামাজে তাবলীগ জামাতের অনুসারী ছাড়াও টঙ্গী ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করবেন। সকাল থেকে তারা দলে দলে আসতে শুরু করেছেন। ময়দানের অভ্যন্তরে এবং আশপাশে তারা অবস্থান নিচ্ছেন।
এদিকে, মুসল্লিদের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রাফিক নিয়ন্ত্রণে নেয়া হয়েছে নানা উদ্যোগ। যানজট নিরসনে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
এছাড়া ইজতেমার নিরাপত্তায় নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পুরো ময়দান ৫টি সেক্টরে ভাগ করে কাজ শুরু করেছে পুলিশ, আনসার, র্যাবসহ প্রায় ১০ হাজার সদস্য। সাদা পোশাকেও কেউ কেউ ময়দানে দায়িত্ব পালন করছেন।
মক্কার মসজিদুল হারামের অন্যতম পবিত্র স্থান হাতিম। কাবার মূল কাঠামোর অংশ হিসেবে বিবেচিত এ স্থানটি মুসল্লিদের জন্য অত্যন্ত সম্মানিত ও নামাজ আদায়ের আকাঙ্ক্ষিত জায়গা। এখানে শৃঙ্খলাপূর্ণ উপায়ে ইবাদত নিশ্চিত করতে পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
১ দিন আগেখাদ্যগ্রহণ যেমন ক্ষুধা মেটানোর জন্য অপরিহার্য, প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে খাদ্যগ্রহণের ক্ষেত্রে উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। মানুষ যা খায়, যেভাবে খায়—তা তার চরিত্র, নীতি ও রুচির পরিচয় বহন করে। তাই ইসলাম আমাদের খাওয়ার উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার শিখিয়েছে।
২ দিন আগেসম্প্রতি ইসলামি আলোচক আমীর হামজা আল্লাহর রাসুল (সা.)–কে ‘সাংবাদিক’ বলেছেন। তিনি যুক্তি দিয়েছেন, যেহেতু নবী (সা.) ছিলেন আল্লাহর বার্তাবাহক, তাই রূপক অর্থে তাঁকে সাংবাদিক বলা যেতে পারে। কিন্তু বাস্তবে এই তুলনা ইসলামি দৃষ্টিকোণ থেকে বিভ্রান্তিকর এবং রাসুলের মর্যাদার পরিপন্থী।
৬ দিন আগেআমাদের সমাজে বেশ পরিচিত দুটি শব্দ হলো অলি-আওলিয়া। বাঙালি মুসলমান সমাজে সাধারণত মুসলমানদের একটি বিশেষ শ্রেণিকে অলি-আওলিয়া মনে করা হয়। অলি-আওলিয়াদের বিশেষ মর্যাদা ও ক্ষমতা আছে এমন বিশ্বাসও সাধারণ মুসলমানদের রয়েছে।
৬ দিন আগে