বাংলাদেশ ফুটবল লিগে আজ শুক্রবার ছিল একটি ম্যাচ। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে স্বাগতিক আরামবাগের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ পুলিশ।
নেপালের ২১ বছর বয়সি ফরোয়ার্ড আইয়ুশ ঘালানের জোড়া গোলে লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে দলটি। ৩৬ ও ৫২ মিনিটে দুটি গোল করেন ঘালান। পুলিশের পক্ষে অপর গোলটি করেন আমিরুল ইসলাম। এই জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে পুলিশ। ৮ ম্যাচ খেলে তাদের অর্জন ১৩ পয়েন্ট।
টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ১৬ আর ফর্টিসের অর্জন ১৪ পয়েন্ট। আজ লিগে চারটি ম্যাচ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও আবাহনীর পরস্পরের মুখোমুখি হবে।
অপর ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন-ফর্টিস এবং পিডব্লিউডি-ফকিরেরপুল পরস্পরের মুখোমুখি হবে। ম্যাচগুলো শুরু হবে বেলা আড়াইটায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

