সেঞ্চুরি গোলে রোনালদোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২৩: ১৮
ক্রিশ্চিয়ানো রোনালদো

শিরোপা হাতছানি দিয়ে ডাকছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিন্তু তার কপাল মন্দ বলতেই হয়! শিরোপা জয়ের সুযোগটা কাজে লাগাতে পারেনি এই পর্তুগিজ ফুটবল মহাতারকা। সৌদি সুপার কাপের ফাইনালে স্বপ্নটাই ভেঙে চুরমার হয়েছে তার।

বিজ্ঞাপন

শনিবার রাতে আল আহলির কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে ধরাশায়ী হয়ে ট্রফি হাতছাড়া করেছে আল নাসর। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ২-২ গোলে অমীমাংসিত। যে কারণে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটেই হৃদয় ভেঙে যায় আল নাসর ফুটবলারদের। সৌদি আরবে মেজর টুর্নামেন্টের শিরোপাখরাটা রয়েই গেল রোনালদোর।


শিরোপা হাতছাড়া করলেও হংকং স্টেডিয়ামে অসাধারণ এক কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪টি আলাদা ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি হাঁকানোর অবিশ্বাস্য মাইলফলক গড়েছেন সিআর সেভেন।




লড়াইয়ের প্রথমার্ধে আল আহলির জাল কাঁপিয়ে দেন রোনালদো। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানান এই ফুটবল সুপারস্টার। তাতে লিড পায় রিয়াদের ক্লাবটি। আল নাসরের জার্সিতে এটি রোনালদোর ১০০তম গোল।
এতেই চার ক্লাবের প্রতিনিধিত্ব করে কমপক্ষে ১০০ গোল স্কোরিংয়ের রেকর্ড গড়েন ৪০ বছরের রোনালদো। ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জড়িয়ে ১৪৫ গোল করেন রোনালদো। পরে রিয়াল মাদ্রিদের হয়ে করেন ৪৫০ গোল। আর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে উপহার দিয়েছেন ১০১ গোল।


রোনালদো ছাড়া আরো তিন ফুটবলার অন্তত তিনটি ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করার রেকর্ড স্পর্শ করেন। এই লিস্টে সবার ওপরে রয়েছেন ইসিদরো ল্যাঙ্গারা। স্পেনের প্রতিনিধিত্ব করেন তিনি ১৯৩০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত। ব্রাজিলিয়ান তারকা রোমারিও আর নেইমার তিনটি ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোলের দেখা পেয়েছেন। তবে তাদের তিনজনকে টপকে চূড়ায় রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মেগাস্টার।

রোনালদোর নয়া কীর্তি


চার ক্লাবে কমপক্ষে ১০০ গোল


ক্লাব গোল
আল নাসর ১০০
ম্যানইউ ১৪৫
রিয়াল মাদ্রিদ ৪৫০
জুভেন্টাস ১০১

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত