মেসির আর্জেন্টিনার স্পন্সর ওয়ালটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৮: ২৭

আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে স্পন্সর হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ (ওয়ালটন)। আগামী এক বছরের জন্য বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে চুক্তি করেছে বাংলাদেশের ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

ওয়ালটন ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) মধ্যে চুক্তি স্বাক্ষরের খবরটি গতকাল দুই পক্ষই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। ওয়ালটন জানিয়েছে, এখন থেকে ওয়ালটন পণ্যের ব্র্যান্ডিংয়ে অংশীদার হবেন লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজরা।

ওয়ালটন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল সকালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওয়ালটনের সঙ্গে স্পন্সর চুক্তির খবর নিশ্চিত করেছে এএফএ। পোস্ট করা ছবিতে ওয়ালটনের কারখানা ও বিভিন্ন পণ্যের সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত