যে কারণে শাস্তি পেল নেইমারের সাবেক ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২১: ১৩

সৌদি সুপার কাপের আসন্ন আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে নেইমারের সাবেক ক্লাব আল হিলাল। তাতেই শাস্তির খড়গ নেমে এসেছে সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাবটির ওপর।

শাস্তি হিসেবে, সৌদি সুপার কাপের ২০২৬-২৭ আসরে খেলার যোগ্যতা অর্জন করলেও নিষিদ্ধ থাকবে আল হিলাল। পাশাপাশি তাদের ৫ লাখ সৌদি রিয়াল বা এক লাখ ৩৩ হাজার ডলার জরিমানা করেছে দেশটির ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা ও নীতিনৈতিকতা কমিটি।

বিজ্ঞাপন

নতুন আঙ্গিকে অনুষ্ঠিত ২০২৫ ক্লাব বিশ্বকাপে চমক উপহার দিয়েছে আল হিলাল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। সেখানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।

ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণেই প্রাক মৌসুম শুরু করতে দেরি হয় আল হিলালের। মূলত এ কারণেই সৌদি সুপার কাপ থেকে নিজেদের সরিয়ে নেয় তারা। হংকংয়ে আগামী ১৯ আগস্ট টুর্নামেন্টটির এবারের আসর শুরু হবে। টুর্নামেন্টটি শেষ হবে ২৩ আগস্ট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত