ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বাইলজ পরিবর্তন করে তাওহিদ হৃদয়ের শাস্তি এক ম্যাচে নেমে এসেছে। বিষয়টি নিয়ে বেশ জল ঘোলা হওয়ায় ফের পুরোনো বাইলজে ফিরে যাচ্ছে বিসিবি। ফলে তাওহিদ হৃদয়কে দুই ম্যাচই শাস্তিভোগ করতে হবে। আগামীকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না মোহামেডান অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্ব নেওয়া নাজমুল আবেদিন ফাহিম।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আগের একটি ঘটনার কারণে যাকে (তাওহিদ হৃদয়) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, তাকে এক ম্যাচ পরই খেলতে দেওয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রণী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সে অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহিদ হৃদয় খেলার সুযোগ পাবেন না।’

