বৃষ্টিতে বাড়ল সাকিবের ছন্দে ফেরার অপেক্ষা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১: ৩৯

৩ বছর পর ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) প্রত্যাবর্তন হয়েছে সাকিব আল হাসানের। প্রত্যাবর্তনে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছেন তারকা অলরাউন্ডার। দুটি ম্যাচেই ব্যাট-বলে চরম হতাশ করেছেন তিনি।

বাজে শুরুর পর ছন্দে ফেরার অপেক্ষায় ছিলেন সাকিব। যদিও তার সে অপেক্ষা দীর্ঘ করল বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অ্যান্টিগার তৃতীয় ম্যাচ।

বিজ্ঞাপন

সিপিএলের চলমান আসরে নিজেদের তৃতীয় ম্যাচে অ্যান্টিগার প্রতিপক্ষ ছিল সেন্ট লুসিয়া কিংস। ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এদিন বৃষ্টির কারণে দেরিতে টস হয়। টস জিতে সেন্ট লুসিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠান স্বাগতিক অধিনায়ক ইমাদ ওয়াসিম।

কিন্তু খেলা শুরুর আগে আবার বৃষ্টি নামে। একটা সময় পর বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত না থাকায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন অফিসিয়ালরা।

এর আগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে হার দিয়ে সিপিএলের নতুন মৌসুম শুরু করে অ্যান্টিগা। সে ম্যাচে ১৬ বলে ১৩ রান করেন সাকিব। বোলিংয়ে এক ওভারে ৬ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় অ্যান্টিগা।

দল জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি সাকিব। আগে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে সমান রান করে আউট হন। এরপর বোলিংয়ে আরো হতাশ করেন। এক ওভার হাত ঘুরিয়ে বিনা উইকেটে দেন ১৪ রান। টানা দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোটা সাকিবের জন্য এখন সময়ের দাবি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত