আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সালাহ জাদুতে সেমিফাইনালে মিসর

স্পোর্টস ডেস্ক

সালাহ জাদুতে সেমিফাইনালে মিসর

আফ্রিকান কাব অব নেশনসের সেমিফাইনালে পা রেখেছে মিসর। মোহাম্মদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়েছে মিসর। ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেন সালাহ।

বিজ্ঞাপন

শনিবার রাতে মরক্কোর আগাদিরে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিশর। চতুর্থ মিনিটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন ওমর মারমুশ। ৩২ মিনিটে সালাহর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রামি রাবিয়া। ৪০ মিনিটে আইভরি কোস্টকে এক গোল উপহার দেন মিসরের আহমেদ ফাতুহ।

দ্বিতীয়ার্ধ শুরুর ৭ মিনিট পর আবার দুই গোলের লিড পায় মিশর। ইমাম আশুরের বাড়ানো বলে ঠাণ্ডা মাথায় গোল করেন সালাহ। চলতি টুর্নামেন্টে এটি ছিল তাঁর চতুর্থ গোল। সব মিলিয়ে আফকনে লিভারপুল তারকার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। ৭৩ মিনিটে বক্সে জটলা থেকে গ্যুয়েলা দুয়ের গোলে ব্যবধান কমায় আইভরি কোস্ট।

এই জয়ে আফকনে আইভরি কোস্টের বিপক্ষে নিজেদের আধিপত্য আরও জোরালো করল মিশর। টুর্নামেন্টে দুদলের ১২ দেখায় মিশরের হার মাত্র একবার। সেমিফাইনালে বুধবার রাতে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে মিশর। ২০২১ সালের আফকন ফাইনালে টাইব্রেকারে সেনেগালের কাছেই হেরেছিল তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন