আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সাফ মিশন

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সাফ মিশন

আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি নেপালে হবে অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। এ টুর্নামেন্টে অংশ নিতে আজ নেপালের বিমান ধরেছে বাংলাদেশের মেয়েরা। নারী বয়সভিত্তিক ফুটবলে আরেকটি শিরোপা জয়ের মিশন নিয়েই নেপালে গেছেন আলপি আক্তার, অর্পিতা বিশ্বাসরা।

এ টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকছেন পিটার বাটলারই। যদিও সামনে সিনিয়র নারী দলের এশিয়া কাপ রয়েছে। তবে আপাতত সিনিয়রদের বদলে জুনিয়রদের নিয়ে সাফে সময় কাটবে এই ইংলিশ কোচের। নতুন আরেকটি সাফের মিশনে যাওয়ার আগে কোনো সংবাদ সম্মেলন আয়োজন করেনি বাফুফে। ফলে টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য কীÑসেটি জানা যায়নি।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ নারী সাফে বাংলাদেশের প্রথম ম্যাচ ভুটানের বিপক্ষে। ৩১ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিন হবে। এরপর ২ ফেব্রুয়ারি ভারত, ৪ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে কোচ বাটলারের দল। রাউন্ড রবিন পদ্ধতিতে হবে টুর্নামেন্টের খেলা। পয়েন্ট টেবিলে শীর্ষ দুদল আগামী ৭ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী মঞ্চে একে অপরের মুখোমুখি হবে। সব শেষ ২০২৫ সালে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল ঢাকায়। ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ইয়ারজান বেগম, মেঘলা রানী রায়, ঈশিতা ত্রিপুরা, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস অর্পিতা, সুরভি রানী, ক্রানুচিং মারমা, পূজা দাস, প্রতিমা মুন্দা, সুরভি আক্তার আফরিন, মুনকি আক্তার, শান্তি মার্দি, বন্যা খাতুন, রুপা আক্তার, মোমিতা খাতুন, থুইনুই মারমা, মিরা খাতুন, তৃষ্ণা রানী, আলপি আক্তার, মামনি চাকমা, পূর্ণিমা মারমা, অয়ন্ত বালা মাহাতো ও সুরভি আকন্দ প্রীতি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...