স্পোর্টস ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিটা দারুণ হচ্ছে অস্ট্রেলিয়ার। কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে এই সংস্করণে ৫-০ ব্যবধানে হারিয়েছে অজিরা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে জিতল একবারের চ্যাম্পিয়নরা।
ডারউইনের মারারা ওভালে আগে ব্যাট করে ১৭৮ রান জড়ো করে অস্ট্রেলিয়া। যদিও শুরুটা মোটেও সুখকর ছিল না তাদের জন্য। দলীয় ৩০ রানে ট্রাভিস হেড, জশ ইংলিস ও মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া।
শুরুর ধাক্কা সামলে টিম ডেভিড ও ক্যামেরুন গ্রিনের ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ঝড় তুললেও ৩৫ রানে থামেন গ্রিন। লুঙ্গি এনগিদির বলে রায়ান রিকেলটনের হাতে ধরা পড়ার আগে ১৩ বলে ৪ চারের পাশাপাশি তিনটি ছয় হাঁকান তিনি।
গ্রিন থেমে গেলেও ঝড়ো ব্যাটিংয়ে বড় ইনিংস খেলেন ডেভিড। অষ্টম ব্যাটার হিসেবে ফেরার আগে তার নামের পাশে শোভা পাচ্ছিল ৮৩ রান। ৫২ বলে ৪ চার ও ৮ ছয়ে ইনিংস সাজান এই মারকুটে ব্যাটার। এছাড়া অস্ট্রেলিয়ার ইনিংসে বেন দারসুইস ১৭ ও নাথান এলিস এনে দেন ১২ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৪ উইকেট নেন কেউনা মাফাকা। এজন্য খরচ করেন ২০ রান। এছাড়া ২৯ রানে ২ উইকেট নেন কাগিসো রাবাদা।
জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে রিকেলটন ও ট্রিস্টান স্টাবস ছাড়া আর কোনো ব্যাটার অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। তাই সফরকারীরাও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। ১৬১ রানে থামে তাদের ইনিংস। ৫৫ বলে ৭ চার ও এক ছয়ের মারে ৭১ রানে এনে দেন রিকেলটন। স্টাবসের অবদান ৩৭ রান। ২৭ বল খেলেন এই তরুণ ব্যাটার। ১৪ রান আসে প্রিটোরিয়াসের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজলউড ও দারসুইস তিনটি করে উইকেট নেন। এছাড়া অ্যাডাম জাম্পা নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ১৭৮/১০- ২০ ওভার (ডেভিড ৮৩, গ্রিন ৩৫, দারসুইস ১৭; মাফাকা ৪/২০)
দক্ষিণ আফ্রিকা: ১৬১/৯- ২০ ওভার (রিকেলটন ৭১, স্টাবস ৩৭, প্রিটোরিয়াস ১৪; দারসুইস ৩/২৬)
ফল: অস্ট্রেলিয়া: ১৭ রানে জয়ী
ম্যাচসেরা: টিম ডেভিড
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিটা দারুণ হচ্ছে অস্ট্রেলিয়ার। কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে এই সংস্করণে ৫-০ ব্যবধানে হারিয়েছে অজিরা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে জিতল একবারের চ্যাম্পিয়নরা।
ডারউইনের মারারা ওভালে আগে ব্যাট করে ১৭৮ রান জড়ো করে অস্ট্রেলিয়া। যদিও শুরুটা মোটেও সুখকর ছিল না তাদের জন্য। দলীয় ৩০ রানে ট্রাভিস হেড, জশ ইংলিস ও মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া।
শুরুর ধাক্কা সামলে টিম ডেভিড ও ক্যামেরুন গ্রিনের ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ঝড় তুললেও ৩৫ রানে থামেন গ্রিন। লুঙ্গি এনগিদির বলে রায়ান রিকেলটনের হাতে ধরা পড়ার আগে ১৩ বলে ৪ চারের পাশাপাশি তিনটি ছয় হাঁকান তিনি।
গ্রিন থেমে গেলেও ঝড়ো ব্যাটিংয়ে বড় ইনিংস খেলেন ডেভিড। অষ্টম ব্যাটার হিসেবে ফেরার আগে তার নামের পাশে শোভা পাচ্ছিল ৮৩ রান। ৫২ বলে ৪ চার ও ৮ ছয়ে ইনিংস সাজান এই মারকুটে ব্যাটার। এছাড়া অস্ট্রেলিয়ার ইনিংসে বেন দারসুইস ১৭ ও নাথান এলিস এনে দেন ১২ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৪ উইকেট নেন কেউনা মাফাকা। এজন্য খরচ করেন ২০ রান। এছাড়া ২৯ রানে ২ উইকেট নেন কাগিসো রাবাদা।
জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে রিকেলটন ও ট্রিস্টান স্টাবস ছাড়া আর কোনো ব্যাটার অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। তাই সফরকারীরাও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। ১৬১ রানে থামে তাদের ইনিংস। ৫৫ বলে ৭ চার ও এক ছয়ের মারে ৭১ রানে এনে দেন রিকেলটন। স্টাবসের অবদান ৩৭ রান। ২৭ বল খেলেন এই তরুণ ব্যাটার। ১৪ রান আসে প্রিটোরিয়াসের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজলউড ও দারসুইস তিনটি করে উইকেট নেন। এছাড়া অ্যাডাম জাম্পা নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ১৭৮/১০- ২০ ওভার (ডেভিড ৮৩, গ্রিন ৩৫, দারসুইস ১৭; মাফাকা ৪/২০)
দক্ষিণ আফ্রিকা: ১৬১/৯- ২০ ওভার (রিকেলটন ৭১, স্টাবস ৩৭, প্রিটোরিয়াস ১৪; দারসুইস ৩/২৬)
ফল: অস্ট্রেলিয়া: ১৭ রানে জয়ী
ম্যাচসেরা: টিম ডেভিড
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
২৬ মিনিট আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে