নিরাপত্তার শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বাংলাদেশ বৈশ্বিক আসরটিতে খেলতে চেয়েছিল শ্রীলঙ্কার মাঠে। কিন্তু ভারতের চাপে বিসিবির যৌক্তিক দাবি মেনে নেয়নি আইসিসি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো।
কোয়ালিফাই করার পরও বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ। এজন্য লাল-সবুজের প্রতিনিধিদের প্রতি সহমর্মিতা আছে কি না— এমন প্রশ্নের উত্তরে ক্রিকেট স্কটল্যান্ডের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘অবশ্যই আছে। বাংলাদেশ দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে।’
এভাবে বিশ্বকাপে খেলতে চায়নি স্কটল্যান্ড। লিন্ডব্লেড এ নিয়ে বলেন, ‘আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া আছে। কেউই এমন পথে বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। আমরা বুঝি, আমাদের অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল। আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।’
হুট করে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পাওয়ায় স্কটিশ ক্রিকেটে চলছে তোরজোর। শেষ মুহূর্তে অসম্ভব ব্যস্ততায় সময় কাটছে তাদের। এ নিয়ে লিন্ডব্লেড বলেন, ‘আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন দিনে ২১ ঘণ্টা সক্রিয় থাকে। সাত দিনের মধ্যে স্কটল্যান্ড থেকে ভারতে দল পাঠানো সোজা কথা নয়! তবে আইসিসি আমাদের সাহায্য করছে। যদি সব ঠিক থাকে, তবে এ সপ্তাহের শেষেই দল ভারতের বিমানে চড়বে।’
প্রস্তুতির ঘাটতি থাকলেও এ বৈশ্বিক আসরে নিজ দলের পারফরম্যান্স নিয়ে লিন্ডব্লেড দারুণ আশাবাদী, ‘আমরা সেরা দলগুলোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। কিছু অঘটন ঘটাতে চাই। প্রস্তুতির ঘাটতি থাকায় আমাদের ওপর চাপ হয়তো কিছুটা কম, কিন্তু নিজেদের কাছে আমাদের প্রত্যাশা অনেক।’
হঠাৎ করে সুযোগ পেলেও বিশ্বকাপে খেলতে স্কটল্যান্ড প্রস্তুত আছে। তাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত ভিসার কাজ শেষে টিকিট কাটা।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে পর্দা উঠতে যাচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসরটিতে বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’ গ্রুপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। গ্রুপপর্বে স্কটিশদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল আর প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কাটা ইউরোপেরই আরেক দল ইতালি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

