যুক্তরাষ্ট্রকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন মেক্সিকো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১২: ০৬

কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতল তারা। সব মিলিয়ে কনকাকাফ গোল্ড কাপে এটা তাদের রেকর্ড দশম শিরোপা।

ফের চ্যাম্পিয়নের মুকুট পরলেও শুরুটা সুখকর ছিল না মেক্সিকোর জন্য। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করে বসে তারা। সেবাস্তিয়ান বেরহাল্টারের ফ্রি কিক থেকে হেডে জালে বল জড়ান যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস রিচার্ডস। সে ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে মেক্সিকো। ২৭ মিনিটে সমতা ফেরায় তারা।

বিজ্ঞাপন

মার্সেল রুইজের থ্রু পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন রাউল জিমেনেস। এরপর প্রয়াত দিয়োগো জতার স্মরণে ২০ নম্বর জার্সি গায়ে তুলে নেন তিনি। সে জার্সিতে জতার নাম লিখা ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে জতার সতীর্থ ছিলেন জিমেনেস।

আক্রমণে পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধে আর কোনো দল জালের দেখা পায়নি। অবশেষে ৭৭ মিনিটে মেক্সিকোর হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এডসন আলভারেজ। জোহান ভাসকেজের কাছ থেকে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রথমে অফসাইডের কারণে প্রথমে রেফারি গোলটি বাতিল করেন। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে গোল বৈধ ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত আর গোলটার শোধ দিতে পারেনি যুক্তরাষ্ট্র।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত