আনিসিমোভার প্রতিশোধ, শেষ চারে ওসাকা-সিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪৮

বেশি না, মাত্র ৫৩ দিন আগের কথা। উইম্বলডনের ফাইনালে পোল্যান্ডের ইগা শিয়াটেকের সামনে স্রেফ উড়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সেটার প্রতিশোধ তুলে পোলিশ তারকাকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে সেমিতে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের সুন্দরী।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল সকালে জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হবেন কখনো গ্র্যান্ড স্লাম জিততে না পারা আনিসিমোভা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে ৬–৪, ৭–৬ (৭/৩) গেমে হারিয়ে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠেন দুবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ওসাকা।

এদিকে ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে নিজ দেশের লরেঞ্জো মুসোত্তিকে ৬–১, ৬–৪, ৬–২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ইয়ানিক সিনার। গ্র্যান্ড স্লামের ইতিহাসে এটাই ছিল প্রথম ‘অল–ইতালিয়ান’ কোয়ার্টার ফাইনাল ম্যাচ।। সেমিতে সিনারের প্রতিদ্বন্দ্বী কানাডার ২৫তম বাছাই ফেলিক্স অজে–আলিয়াসিম।

বিষয়:

টেনিস

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত