আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কষ্টার্জিত জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

কষ্টার্জিত জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে বার্সেলোনা

ম্যাচটি ছিল স্প্যানিশ লিগের তৃতীয় স্তরের দল গুয়াদালাহারার বিপক্ষে। বড় ব্যবধানেই জয় পাওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু কাতালানদের বিপক্ষে বেশ ভালো লড়াই করলো দলটি। তাতে অবশ্য লড়াই হলেও শেষ হাসি হেসেছে বার্সেলোনাই। ম্যাচটি ২-০ গোলে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল। দলের হয়ে ডেডলক ভাঙেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। এরপর ব্যবধান বাড়ানো গোলটি করেন মার্কাস রাশফোর্ড।

ম্যাচে নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড় ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। সামনেই ভিয়ারিয়ালের বিপক্ষে লিগের ম্যাচ। ম্যাচটির কথা মাথায় রেখেই নিয়মিত কয়েকজনকে বিশ্রামে রেখেছিলেন বার্সেলোনার কোচ। প্রতিপক্ষের মাঠে ফেরান তরেস, রাফিনিয়া, পেদ্রিসহ আরও কয়েকজনকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান ফ্লিক। বার্সা কোচ। দীর্ঘ ২১২ দিন পর শুরুর একাদশে ফিরে গোলপোস্ট সামলিয়েছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানে সমান লড়াই করে। যদিও বল বেশিরভাগ সময় ছিল বার্সেলোনার দখলে। ম্যাচে ৮০ শতাংশ বল ছিল বার্সার দখলে। তবে গোল পেতে হিমশিম খেতে হয় লা লিগার শীর্ষ দলটিকে। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে ডেডলক ভাঙেন ক্রিস্টেনসেন। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রস থেকে হেড করেন ক্রিস্টেনসেন। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।

এরপর লড়াই চলতে থাকে সমানে সমান। তাতে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। বার্সেলোনার দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৯০তম মিনিটে। দারুণ এক প্রতি-আক্রমণে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড।

বার্সেলোনা পরের ম্যাচ খেলবে আগামী রোববার, লাল লিগার ম্যাচে প্রতিপক্ষ ভিয়ারিয়াল। নিজেদের মাঠে বার্সেলোনাকে আতিথ্য দেবে দলটি। বর্তমানে ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে কাতালান ক্লাবটি। দুইয়ে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৪।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন